ইসরাইলে অবস্থিত আমেরিকান দূতাবাস

ভিসা বাজার ওভারসিজ প্রতিবেদন :  বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা কি সত্যিই ইরানের হামলার ভয়ে কাঁপছে। যে কোন বিপদে তেল আবিবের পাশে থাকার দ্ব্যর্থহীন প্রতিশ্রুতির একদিন পরেই তেহরানের হামলার ভয় বড় পদক্ষেপ নিলো ওয়াশিংটন। ইরানের হামলার আশঙ্কায় ইসরাইলে দূতাবাস কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন দূতাবাস বলেছে, কর্মীদের বৃহত্তর জেরুজালেম, তেল আবিব বা বেরশেবা এলাকার বাইরে ভ্রমণ না করতে বলা হয়েছে। কারণ হিসেবে সরাসরি ইরানি হামলার কথা না বলা হলেও, অনেক সতর্কতার কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

১১ দিন আগে সিরিয়ায় তার কনস্যুলেটে হামলার ঘটনায় শীর্ষ সেনা কর্মকর্তাসহ ১৩ জন নিহত হবার জন্য ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই থেকে ইরান ইসরাইলকে উদ্দেশ্য করে নানা ধরনের ‘হুমকি যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে। ইসরাইলও বলেছে হামলা হলে জবাব দেয়া হবে।

দুই মার্কিন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেছেন, শুক্রবারের সাথে সাথেই হামলা হতে পারে। তবে এমন আশঙ্কার পেছনে কোন তথ্য সামনে আনেননি এই দুই কর্মকর্তা। হামলার ধরন নিয়ে কথা বলেছেন তারা। বলেছেন, শুক্রবার যে কোন সময় হামলা হতে পারে।

নাম প্রকাশে রাজি নয়, এমন এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় ১০০টিরও বেশি ড্রোন, কয়েক ডজন ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রস্তুত করে রেখেছে ইরান। আর ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব ড্রোন ও মিসাইল হামলা হতে পারে বলে ধারণা করছেন তারা।

একদিন আগেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা মধ্যপ্রাচ্যে ঝুঁকি ইস্যুতে উদ্বিগ্ন। সম্প্রতি ইসরাইল ও দেশটির জনগণের বিরুদ্ধে হুমকি দিচ্ছে ইরান। উত্তেজনা কমাতে ইরানকে অনুরোধ করার জন্য বিভিন্ন দেশের সাথে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন।

সংযত থাকার জন্য ইরানকে আহ্বান জানিয়েছে জার্মানিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করছে। এর মধ্যে কেউ আগুনে ঘি ঢালার কাজ করবেন না। বিবাদমান সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানিয়ে রুশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করেছে মস্কো। আর, মধ্যপ্রাচ্যে বড় সংঘাত এড়াতে ইরানের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাজ্যও। ফ্রান্সের নাগরিকদেরও ইরান, লেবানন, ইসরাইল ও ফিলিস্তিনি অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটি।




সূত্র- একাত্তর টিভি